
নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক না কেন, উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচারপ্রার্থীরা সুফল পাবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে ই-বেইলবন্ড প্রবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "এখনো সংস্কার শেষ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে, সংস্কারও ততদিন চলমান থাকবে।" তিনি আরও যোগ করেন, "এই সরকার মানবিক সরকার ও দেশে সুশাসন প্রতিষ্ঠার সরকার। তাই দেশের বিচার ব্যবস্থায় মানুষের ভোগান্তি কমাতে ই-বেইলবন্ডের উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে বিচারপ্রার্থীরা দ্রুত সময়ে সুফল পাবে।"
এর আগে দেশের প্রথম বারের মতো নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে ই-বেইলবন্ড প্রবর্তন কার্যক্রমের উদ্বোধন করেন আইন উপদেষ্টা। ধীরে ধীরে সারাদেশে এ উদ্যোগ সম্প্রসারণের কথা জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার জসিমউদদীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments