Image description

টানা বেশ কিছুদিন ধরে বায়ুদূষণে নাকাল মেগাসিটি ঢাকার বাসিন্দারা। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এ সময় ঢাকার বাতাসের স্কোর ছিল ২৪১, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ২৭৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের বাগদাদ। শহরটির বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়েছে। ২৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

তালিকায় ১৯৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। তবে দিল্লির চেয়ে কলকাতার বাতাসের মান কিছুটা ভালো হলেও তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবেই গণ্য হচ্ছে। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ১৮৯) এবং ষষ্ঠ অবস্থানে করাচি (স্কোর ১৮৭)। এছাড়া ১৬৫ স্কোর নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে ভারতের মুম্বাই।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

ঢাকার বর্তমান স্কোর (২৪১) ‘খুব অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়ায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।