রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে ওঠা এই কারখানায় বিদেশ থেকে আনা পার্টস দিয়ে নকল আইফোন তৈরি করে আসল হিসেবে বাজারে বিক্রি করা হতো।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, গত ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং নিকুঞ্জ-১ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোট ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং মোবাইল তৈরির আধুনিক মেশিনারিজ উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখান থেকে বিদেশি মদও উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি প্রায় দেড় বছর ধরে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। তারা কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আইফোনের বিভিন্ন পার্টস আলাদাভাবে দেশে নিয়ে আসত। এরপর উত্তরায় স্থাপিত তাদের গোপন ল্যাবে সেসব যন্ত্রাংশ সংযোজন করে পূর্ণাঙ্গ আইফোন তৈরি করা হতো। এই ফোনগুলো অত্যন্ত সুক্ষ্মভাবে তৈরি করায় সাধারণ মানুষের পক্ষে সেগুলোকে নকল হিসেবে চেনা কঠিন ছিল। চক্রটি এসব ফোন আসল আইফোন হিসেবে চড়া দামে বাজারে সরবরাহ করত।
এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই চীনা নাগরিকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরা থেকে একজনকে এবং নিকুঞ্জ থেকে দুই চীনা নাগরিককে আটক করা হয়। এই চক্রের সাথে জড়িত বাংলাদেশি সহযোগীদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে ডিবি।
ডিবির কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ সোহেল সাধারণ গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, “কম দামে ‘অরিজিনাল আইফোন’ পাওয়ার লোভে পড়ে প্রতারিত হবেন না। অনুমোদিত ডিলার বা অফিসিয়াল শোরুম ছাড়া মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকুন।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের মূল হোতাদের খুঁজে বের করতে অধিকতর তদন্ত চলছে।
মানবকণ্ঠ/আরআই




Comments