Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের আপিল শুনানি শুরু হয়েছে।  

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়। শুনানিতে  সভাপতিত্ব করছেন এএমএম নাসির উদ্দিন।

এদিকে পোস্টাল ব্যালটে ইসির পক্ষপাতদুষ্ট আচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে সকাল থেকেই নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীনের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী।

ছাত্রদল সভাপতি বলেন, “আমরা তো বললাম যে আজকের মূল যে ইস্যু হলো ব্যালট পেপার ইস্যু, যেটি আমরা লক্ষ্য করলাম যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব প্রতিপত্তির মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে এবং যারা এখানে বসে আছে, তাদের অবশ্যই প্রত্যক্ষ ইন্ধনে এবং প্রত্যক্ষ মদদে এই ঘটনাটি ঘটেছে। তো যদিও তারা হয়তোবা সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আমরা জেনেছি মিডিয়ার মাধ্যমে, আমরা অবগত নই।”

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছাত্রদলের অভিযোগে বলা হয়, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়ে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্ব মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে তারা মনে করে।

এছাড়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের জারি করা সাম্প্রতিক প্রজ্ঞাপনকে নজিরবিহীন ও বিতর্কিত বলে উল্লেখ করেছে ছাত্রদল। 

সংগঠনটির দাবি, বিশেষ একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।