
দলীয় সরকার না থাকার কারণে পরিবেশ পরিস্থিতি শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উত্তরা ১১নং সেক্টরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেক্টরের অভ্যন্তরে বিভিন্ন রোডে গড়ে উঠা সকল অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের হাল ধরেছেন ডক্টর মুহম্মদ ইউনূস সরকার। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজন এখনো সরকারের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছে। তারা নানা ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।
তিনি আরো বলেন, নিম্ন আয়ের মানুষ সড়ক গুলোতে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করে। অনেকেই এই সুযোগে ইচ্ছে মতন জায়গা দখল করে তাদের ভাড়া দেয়। অনেকেই আবার চাঁদাবাজিতে লিপ্ত। এ কারণে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমাদের নিম্ন আয়ের মানুষগুলোর তালিকা করতে হবে। তাদেরকে পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফিরাতে হবে।
মোস্তফা জামান আরো বলেন, আমরা সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করতে চাই। এছাড়া যেখানে সমস্যা সেখানেই সমাধান করে দেয়ার চেষ্টা করছি। যদিও আমরা সরকারে নেই। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আপনারা দেখবেন অল্প সময়ের মধ্যে সব সমাধান হয়ে যাবে।
অন্যদিকে উত্তরা ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতি নেতৃবৃন্দ বলেন, উত্তরা ১১নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান। সরকার কর্তৃক ঘোষিত মডেল টাউন হিসেবে সেক্টরের আবাসিক পরিবেশ রক্ষার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সেবামূলক ও জনসচেতনতামূলক কাজ করে থাকে।
অনেক অভিযোগ করে বলেন, সম্প্রতি সময় বিভিন্ন রাস্তা, ফুটপাত ও ড্রেনের উপর অসংখ্য দোকান ও ভ্যানসহ অবৈধ স্থাপনায় ভরে উঠেছে। ফলশ্রুতিতে ফুটপাত দিয়ে জনসাধারনের হাঁটাচলা করা মোটেই সম্ভব হচ্ছে না। ড্রেনে ময়লা জমে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেক্টরের আবাসিক পরিবেশ নষ্ট হচ্ছে। অতিদ্রুত এসকল অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করার দাবি জানায়।
মতবিনিময় সভা অনুষ্ঠিত আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম মোল্লা, অফিসার ইনচার্জ, উত্তরা পশ্চিম থানা, ডিএমপি, ঢাকা।
Comments