
টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত ভ্যান, মাহিন্দ্রা (থ্রি-হুইলার) ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন।
আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে উপজেলার পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কাসিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুল রহমান ও চেচুয়া বাজার গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী লাইলী আক্তার।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, বিকেল তিনটার দিকে ব্যাটারিচালিত ভ্যান, একটি মাহিন্দ্রা ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাহিন্দ্রার দুইজন যাত্রীর মৃত্যু হয়।আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Comments