Image description

সারাদেশে সরকারি হাসপাতালগুলোতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের এনএস-ওয়ান (NS-1) পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ বিভাগ এতে সম্মতি দিয়েছে।

গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। বিষয়টি বৃহস্পতিবার গণমাধ্যমকে জানানো হয়।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অর্থ বিভাগের দেওয়া চিঠিতে জানানো হয়, দেশের সব সরকারি হাসপাতালের জরুরি, বহির্বিভাগ ও অন্তঃবিভাগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিবন্ধিত রোগীদের এনএস-১ পরীক্ষা বিনামূল্যে করা হবে। এই সিদ্ধান্ত ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। রোগ নির্ণয়ের এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি যেন রোগীরা বিনা খরচে পেতে পারেন, সে লক্ষ্যে দেশের সব সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো অফিস আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ। তিনি জানান, ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় নিয়ে রোগ নির্ণয়ের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।