Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তরুণ নেতৃত্বনির্ভর এই দল ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে।

জানা গেছে, দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা বিভিন্ন আসনে নির্বাচনের জন্য সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, এনসিপি এখন পর্যন্ত অন্তত ১৭০টি আসনে সম্ভাব্য প্রার্থীর একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছে। ঢাকাকে বিশেষ গুরুত্ব দিয়ে দলীয় নেতারা স্থানীয় পর্যায়ে যোগাযোগ ও প্রচারণায় নেমেছেন।

রাজনৈতিক অঙ্গনের একাধিক সূত্র জানায়, বিএনপি ও জামায়াতে ইসলামী— উভয় দলই এনসিপিকে নিজেদের নির্বাচনি জোটে নিতে আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে দুই দলের বিশেষ প্রতিনিধিরা দলটির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

জুলাই মাসের গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাত ধরেই গঠিত এনসিপি এবার স্বতন্ত্রভাবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে। দলটির শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে এ বার্তা পৌঁছে দিয়েছে।

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, নাসীরুদ্দীন পাটওয়ারী, চিকিৎসক ডা. তাসনিম জারা ও সামান্থা শারমিনসহ বেশ কয়েকজন নেতা ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় কাজ করছেন।

দলের সদস্য সচিব আখতার হোসেন রংপুর, সারজিস আলম পঞ্চগড় এবং হাসনাত আবদুল্লাহ কুমিল্লা অঞ্চলে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

পাশাপাশি উপদেষ্টা পরিষদের দুই সাবেক ছাত্রনেতাও এনসিপিতে যোগ দিয়ে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে আরও জানা গেছে, নাহিদ ইসলাম ঢাকা-৯ বা ১১ আসন, আরিফুল ইসলাম আদিব মিরপুর এলাকা, ডা. তাসনিম জারা ঢাকা-৩ (কেরানীগঞ্জ), নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তরা, ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা-১৯ এবং আসাদুল ইসলাম মুকুল ঢাকা-২০ আসন থেকে লড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া দলের সিনিয়র নেত্রী সামান্থা শারমিন ও নাহিদা সারোয়ার নিভাও রাজধানী ও আশপাশের কয়েকটি আসনে প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন।