 
                   ঝটিকা মিছিলের কার্যক্রম প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিটিটিসি) একটি দল।
পুলিশ জানায়, বরিকুল ইসলাম বাঁধন রাজধানীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে শিবির নেতা ও আরবি বিভাগের শিক্ষার্থী মো. নাজমুল বাশারকে রাতভর নির্যাতনের ঘটনায় বাঁধনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়।
এ ছাড়া ২০১৯ সালে ডাকসু নির্বাচনের পর এসএম হল সংসদের প্রার্থী মো. ফরিদ হাসানকে মারধরের অভিযোগও রয়েছে রাসেলের অনুসারীদের বিরুদ্ধে।
পুলিশ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বাঁধনকে জিজ্ঞাসাবাদে রাজধানীতে সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি ঝটিকা মিছিলের পেছনের সংগঠন ও অর্থায়নকারীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
 
                



 
               
Comments