নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কাজেই আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেব।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা জোট করার সিদ্ধান্ত নেইনি, আমরা জোট করব না। তবে সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা করব ৷ এছাড়াও গণভোট নিয়ে জামায়াতের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।
ব্রিফিংকালে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, ৩য় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর দুই দিনের সাংগঠনিক সফরের সিলেটে আসছেন তিনি। এ লক্ষে দলটির নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। পরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ডা. শফিকুর রহমানকে সিলেট শহরে নিয়ে আসা হয়।




Comments