Image description

কুষ্টিয়ার দৌলতপুরে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

আনিস দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ।

তিনি বলেন, ‘উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’