সিরিজে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১০২ রানের বড় ব্যবধানে হেরেছে আজিজুল হাকিম তামিমের দল। এর ফলে আফগান যুবারা সিরিজে ১-১ সমতায় ফিরেছে।
বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে: আফগানিস্তানের দেওয়া ২৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই আউট হন রিফাত বেগ। জাওয়াদ আবরার ২৪ বলে ২৫ রান করে ফিরেন প্যাভিলিয়নে। এদিন অধিনায়ক তামিমের ব্যাটও হাসেনি। মাত্র ৪৫ রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এই অবস্থা থেকে দলকে কিছুটা উদ্ধারের চেষ্টা করেন রিজান হোসেন ও কালাম সিদ্দিকী অলিন। দুজনেই অর্ধশতক হাঁকান এবং তাদের জুটিতে আসে ৯৩ রান। রিজান ৫০ বলে ৫২ রান করে আউট হলে এই জুটি ভেঙে যায়। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। তবে শেষ ৩৫ রানে ৭টি উইকেট হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল অলআউট হয়ে যায় এবং ১০২ রানের বিশাল ব্যবধানে হার মেনে নেয় টাইগার যুবারা।
আফগানিস্তানের ইনিংস: এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের শুরুটা ভালো ছিল না। ইনিংসের তৃতীয় ওভারেই ১০ রানে তারা প্রথম উইকেট হারায়। তবে শুরুর সেই চাপ সামলে পাল্টা আক্রমণ শুরু করেন ওয়ান ডাউনে নামা ফয়সাল খান। ১০৫ বলে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে তিনি ১০০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন।
আজিজুল হাকিম তামিম সেঞ্চুরিয়ান ফয়সালকে ফেরালে বাংলাদেশ ম্যাচে ফেরার আভাস পায়। ২১০ রানে ৫ উইকেট হারিয়ে আফগানরা কিছুটা চাপে পড়লেও শেষদিকে অধিনায়ক মাহবুব খান হাল ধরেন। তার ৭৮ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে আফগানিস্তানের সংগ্রহ ২৭৫ পর্যন্ত পৌঁছায়। বাংলাদেশের পক্ষে বল হাতে আল ফাহাদ এবং আজিজুল হাকিম তামিম দুটি করে উইকেট নেন।




Comments