আশুলিয়ায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ লাখ টাকা জরিমানা
রাজধানীর সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণার পর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার শিমুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করাসহ ৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই সব ইটভাটায় প্রস্তুতকৃত কাঁচা ইট ও চিমনি ধ্বংস করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের এক পরিপত্রে ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। এজন্য বায়ু ও পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে আজ সকাল থেকে সাভারের শিমুলিয়া এলাকায় ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, এই ধরনের অভিযান নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় চালানো হবে। দিনব্যাপী এই অভিযানে শিমুলিয়ার ৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযান চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিবেশ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য উপস্থিত ছিলেন।




Comments