Image description

কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে যাত্রীবেশে পাচারকালে আড়াই কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পাচারকাজে জড়িত তিন মাদক কারবারিকে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে চকরিয়া সার্কেল এএসপি অভিজিৎ দাশের তত্ত্বাবধানে চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছায়রাখালীর ছিড়াপাহাড়স্থ মসজিদের সামনের সড়ক থেকে ওই তিন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) এবং একই উপজেলার গর্জনীয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, "মায়ানমারের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি ইয়াবার চালান চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলো পাচারকারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এএসপি অভিজিৎ দাশের তত্ত্বাবধানে আমি নিজে এবং থানার এসআই মোঃ আরকুানুল ইসলাম, ফরিদ হোসাইন, মহিউদ্দিন ও সুজন বড়ুয়াসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা দুইভাগে বিভক্ত হয়ে বুধবার ভোররাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিই।"

ওসি আরও জানান, সকাল সাড়ে আটটার দিকে পাচারকারীদের বহন করা সিএনজি অটোরিকশাটি মহাসড়কের চকরিয়া উপজেলার ছায়রাখালীর ছিড়াপাহাড় এলাকার মসজিদের সামনে পৌঁছালে পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয় এবং তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, "বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। একইদিন বিকেলে তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত মাদক কারবারিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।"