Image description

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি বরিকুল ইসলাম বাঁধনসহ সাতজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম বুধবার রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া অন্যান্য আসামিরা হলেন-সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন (৩৩), সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম (২৫), ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ (৩১), মো. মোস্তাফিজুর রহমান জনি (৩৭), যুবলীগের সক্রিয় কর্মী মো. শেখ রাশেদুজ্জামান (৩৫) এবং সেচ্ছাসেবক লীগের সদস্য মো. মামুন শেখ পরশ (৩২)।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) আদালতে আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির পর বিচারক তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এজাহার থেকে জানা যায়, ৩১ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে আসামিরা পল্টন থানার বিজয় নগর পানির ট্যাংকি এলাকায় সরকারবিরোধী স্লোগান দিতে গিয়ে মিছিল করেন এবং সেই সময় তাদের আটক করা হয়।