Image description

কক্সবাজারের ঈদগাঁওয়ে রাশেদুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর নাইক্ষংদিয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

রাশেদুল ২০২৪ সালে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী ছিলেন। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।