Image description

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত শিয়ালের কামড়ে ১৬ জন আহত হয়েছেন। উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, টিকরিয়া (ফটকি) এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা ও হুগলিয়া গ্রামে এসব ঘটনা ঘটে। গুরুতর আহত চারজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন— টিকরিয়া ফটকি গ্রামের নাজমা বেগম (৪০), লুবনা বেগম (১৬), মো. আ. জলিল (৪০), আ. মোমেন (৩০), পিয়ারা বেগম (৬০); শংকরসেনা গ্রামের আমেনা বেগম (৩০), নুরে আলম ফেরদাউস (১৩), মামুন মিয়া (২৫), রাহিদ মিয়া (১০), রেহেনা আক্তার (২০), হোসাইন আহমদ (১৩), সুমন মিয়া (২৩), মো. আতিকুল (২১), নাঈম মিয়া (১৭); সাইটুলা গ্রামের রনি কুর্মি (২১) এবং হুগলিয়া গ্রামের সাজনা বেগম (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল থেকে দুটি শিয়াল অস্বাভাবিক আচরণ করে পথচারীদের ওপর আক্রমণ চালায়। ফটকি গ্রামের বাসিন্দারা একটি শিয়ালকে ধরে মেরে ফেলেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মৌমিতা বৈদ্য জানান, শিয়ালের কামড়ে আহত ১৬ জন হাসপাতালে এসেছিলেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।