Image description

৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান লিখেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার দেশ ছাড়ায় গণতন্ত্রের মুক্তির পথ প্রশস্ত হয়েছে। এখন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারের প্রতিফলন। একদলীয় বাকশাল শাসনের মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেদিন সিপাহী-জনতা রাজপথে নেমে এসে সেই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়।

বর্তমান প্রেক্ষাপটে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা নতুন করে ধারণ করা জরুরি বলে মনে করেন তারেক রহমান।