Image description

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরিভিত্তিতে লন্ডনে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ ও প্রস্তুতির ওপর ভিত্তি করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতে অথবা শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরের দিকে তাকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকা ছাড়তে পারে। তাকে পরিবহনের জন্য কাতার ও সংযুক্ত আরব আমিরাত—উভয় দেশই এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

কূটনৈতিক ও দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের কাছে এয়ার অ্যাম্বুলেন্স চেয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়ে বৃহস্পতিবার সকালে কাতার তাদের সম্মতির কথা জানায়। পাশাপাশি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে সংযুক্ত আরব আমিরাতও বেগম জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে।

লন্ডন যাত্রায় বেগম জিয়ার সঙ্গে ১৪ জন সফরসঙ্গী থাকার কথা রয়েছে। এর মধ্যে রয়েছেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত সহকারী এবং দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা সিকদারও তার সঙ্গে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থা মূল্যায়নে গতকাল বুধবার যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন প্রখ্যাত চিকিৎসক ডা. রিচার্ড বিল। এছাড়া চীন থেকেও একটি মেডিকেল টিম এসে তার চিকিৎসায় যুক্ত হয়েছে।