Image description

পুঁজিবাদী অর্থব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে বাংলাদেশে কোরআনের অর্থব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, “সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ—এবার আমরা আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই।”

শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে ৮ দলীয় জোটের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, “আমরা বাংলাদেশে আমাদের ন্যায্য অধিকার ও মালিকানা কায়েম করতে চাই। গরিব ও মেহনতি মানুষের কাছে ইসলামের সাম্যের বার্তা পৌঁছে দিতে চাই। ইসলামে কোনো বৈষম্যের স্থান নেই। তাই পুঁজিবাদী অর্থব্যবস্থাকে হটিয়ে কোরআনের অর্থব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।”

আগামী দিনের রাষ্ট্রপরিচালনা নিয়ে তিনি বলেন, দেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়েই কোরআনের শাসন শুরু হবে। সমাবেশে তিনি আগামী গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার জন্য উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান।