খালেদা জিয়াকে দেশ ও জাতির জন্য অত্যন্ত প্রয়োজন বলে মন্ত্রব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা–৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নেত্রকোণার মদন উপজেলার কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, আপসহীন নেতৃত্বের প্রতীক—তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি শুধু রাজনৈতিক নেতৃত্বই নন, আমাদের পথপ্রদর্শক। তিনি এখন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাঁকে দলের জন্য না হলেও এ মুহূর্তে দেশের, জাতির ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন।’
লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমরা নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছি—আপনারাও দোয়া করবেন। গ্রামের পর গ্রাম, পাড়া–মহল্লায় মানুষ যদি নেত্রীর জন্য হাত তুলে দোয়া করেন, তবে আল্লাহর রহমতে তিনি অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমার বিশ্বাস। আল্লাহ চাইলে সবই সম্ভব।’
নিজের বিষয়ে তিনি আরো বলেন, ‘আমি সাড়ে ১৭ বছর কারাগারে ছিলাম। আমাকে তিনটি মৃত্যুদণ্ড, তিনটি যাবজ্জীবনসহ বহু সাজা দেওয়া হয়েছিল। কখনো ভাবিনি আবার আপনাদের সামনে দাঁড়াতে পারব। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আজ আপনাদের মাঝে ফিরে এসেছি। এজন্য আমি মহান আল্লাহর কাছে হাজারো শোকরিয়া আদায় করছি।’
মদন ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান আকন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাফর ইকবাল সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে শত শত নারী–পুরুষ অংশ নেন।
এ ছাড়া এদিন জেলার হাওরাঞ্চলের ফচিকা, বুড়াপীরের মাজার মাদরাসা, কাপাসাসিয়া, গঙ্গানগরসহ মদন উপজেলার অন্তত দশটি স্থানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব আয়োজনে উপস্থিত থেকে লুৎফুজ্জামান বাবর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।




Comments