Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ২৭ ডিসেম্বর ভোটার হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ কথা জানান।

এর আগে, বিকেল ৩টার দিকে সিইসির সঙ্গে বৈঠক শুরু করেন সালাউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল।

বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

আর বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

বগুড়ার একটি আসন থেকে তারেক রহমানকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে, তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি।

এর আগে গত ১ ডিসেম্বর ইসি সচিব শফিউল আজিম (তথ্য সংশোধন: বর্তমান ইসি সচিবের নাম অনুযায়ী বা প্রেক্ষাপটে) তারেক রহমানের ভোটার না থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, তারেক রহমান বর্তমানে ভোটার তালিকায় নেই। তবে নির্বাচন কমিশন চাইলে আইন অনুযায়ী যেকোনো সময় তাঁকে ভোটার করার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।

তফসিলের পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও প্রার্থী হতে হলে ইসির অনুমোদন লাগবে। 

উল্লেখ্য, ২০০৭ সালের শুরুর দিকে ক্ষমতায় আসা সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান আটক হন। ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। তখন থেকে দীর্ঘ ১৭ বছর ধরে তিনি সেখানেই অবস্থান করছেন।