Image description

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রতিবাদে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আগামী জানুয়ারি মাসে সারা দেশে সাংবাদিকদের নিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবাদসভায় এই ঘোষণা দেওয়া হয়। সম্পাদক পরিষদ ও নোয়াব যৌথভাবে এই সভার আয়োজন করে। প্রতিবাদ সভা শেষে হোটেলের সামনের সড়কে এক মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে নোয়াব সভাপতি এ. কে. আজাদ বলেন, ‘আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সারা দেশের সব সাংবাদিককে সঙ্গে নিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মহাসমাবেশ করা হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

এ. কে. আজাদ উল্লেখ করেন, প্রথম আলোতে আগুনের ঘটনার পর সরকারের সব সংস্থা ও ব্যক্তির কাছে অনুরোধ করেও সাড়া পাননি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

তিনি বলেন, ‘ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম আমাকে বলেছেন, প্রথম আলোতে আগুনের পর ডেইলি স্টারেও তারা [বিক্ষোভকারীরা] যাবে ভেবে সরকারের এমন কোনো সংস্থা নেই, এমন কোনো ব্যক্তি নেই যার কাছে মাহফুজ আনাম ডেইলি স্টারের সামনে নিরাপত্তা জোরদারের অনুরোধ করেননি।’

এ সময় এ. কে. আজাদ একজন সাংবাদিককে উদ্ধৃত করে বলেন, ‘একজন সাংবাদিক বলেছে তার সামনে দিয়ে হামলাকারীরা কম্পিউটার, চেয়ার নিয়ে যাচ্ছে; কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কেউ বাধা দিচ্ছে না।’