Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে লড়াইয়ের জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্রটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেন।

মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশাসহ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল ও তাঁতি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের দিনাজপুরেরই কৃতি সন্তান। বিগত দিনে তিনি যতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার সবকটিতেই তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, দিনাজপুর সদরের মানুষ এবারও তাদের প্রিয় নেত্রীকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। আমরা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাই। মহান আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং পুনরায় দেশ গড়ার কাজে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন।”