সেনবাগে বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুকের মনোনয়নপত্র দাখিল
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক ৫ বারের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক মনোনয়নপত্র দাখিল করেছেন । রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার মুহসিয়া তাবাসসুমের কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা শেষে জয়নুল আবদিন ফারুক উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। এটি আমার ষষ্ঠবারের মতো অংশগ্রহণ।
‘আমি বিশ্বাস করি, সব বাধা পেরিয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে দীর্ঘ ১৬ বছর ভোট দিতে না পারা মানুষ তাদের পছন্দের সরকার গঠন করবে।’
তিনি বলেন, ‘নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে। আমি বিশ্বাস করি সরকারের অধীনে হলেও একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং ব্যাহত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। দীর্ঘ ১৬ বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। ইনশাআল্লাহ, এবার তারা ভোটের মাধ্যমে এমন একটি সরকার গঠন করবে যারা গণতন্ত্র, সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষা করবে।’
উন্নয়নশীল দেশে নির্বাচনে কিছু প্রতিবন্ধকতা থাকে উল্লেখ করে তিনি সকলকে ধৈর্য ধারণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহবায়ক মাস্টার আব্দুল হান্নান লিটন, সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল, যুগ্ম আহবায়ক মির্জা মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।




Comments