Image description

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোয়ন ফরম তোলা হয়। তবে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বিকল্প প্রার্থীর কথা ভাবতে হচ্ছে বিএনপিকে। তিনটি আসনে বিকল্প প্রার্থীও প্রস্তুত রাখা হয়েছে। 

তবে আজ সোমবার (২৯ ডিসেম্বর) বগুড়া, দিনাজপুর ও ফেনীর এসব আসনে তার পক্ষে  সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় রেখে বিকল্প প্রার্থীর ব্যবস্থা রাখা হয়েছে। তিনি ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি এবং বর্তমানে সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছে বিএনপি।

জানা যায়, ফেনী-১ আসনে খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির হয়ে মনোনয়নপত্র তুলেছেন ওই এলাকার নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলের গাবতলী উপজেলা কমিটির সভাপতি মোর্শেদ মিল্টনও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া দিনাজপুর-৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এছাড়া শেষ মহূর্তে দলটি অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করলেও পরে মিত্রদের জন্য আরও ১৫টি আসন ছেড়ে দেয়। বাকি আসনগুলোর মনোনয়নও চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। 

দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, তার জানা মতে ৩০০ আসনের মনোনয়নই চূড়ান্ত। প্রতিদিন একাধিক পরিবর্তনের কারণে একসঙ্গে তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি।

প্রার্থী বদলের ব্যাখ্যায় তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসে, ততই বাস্তবতা বদলায়। সমীকরণ ও পরিস্থিতি অনুযায়ী শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্তে পরিবর্তন আসাই স্বাভাবিক।