সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আশিয়ান গ্রুপ।
গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া এক শোকবার্তায় বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির এক উজ্জ্বল প্রতীক ছিলেন। তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে দেশ নতুন উচ্চতায় পৌঁছেছে এবং গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি মজবুত হয়েছে। জাতি আজ এক মহান নেত্রীকে হারিয়ে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি নিজে তাঁর সান্নিধ্য লাভ করেছি, তাঁর সঙ্গে সরাসরি কথা বলেছি এবং কাছ থেকে দেখেছি—তিনি ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব, যাঁর দূরদর্শিতা ও দেশপ্রেম সকলকে অনুপ্রাণিত করেছে।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তাঁর অসামান্য অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ আমাদের সকলকে অনুপ্রেরণা যোগাবে।”
মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন।
আশিয়ান গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারী, অঙ্গপ্রতিষ্ঠান এবং পরিবারের সদস্যরা গভীরভাবে শোকাহত। গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দৈনিক মানবকণ্ঠ, আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল, এএএ লজিস্টিক পয়সাবাজার, আশিয়ান এডুকেশন লিমিটেড, আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট, আশিয়ান ফুড অ্যান্ড বেভারেজ এবং রোকেয়া বেগম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আশিয়ান গ্রুপ শিক্ষা, স্বাস্থ্য, গণমাধ্যম, লজিস্টিকস ও রিয়েল এস্টেট খাতে দেশের উন্নয়নে অব্যাহত অবদান রেখে চলেছে।




Comments