বরিশাল-৫
চরমোনাই পীরের সম্মানে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর ও সিটি কর্পোরেশন) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদারের হাতে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারপত্র জমা দেন।
মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর তথা চরমোনাই পীরের প্রতি সম্মান জানিয়ে এই আসন থেকে সরে দাঁড়িয়েছি। বরিশাল-৫ আসনে আমরা হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করব এবং নির্বাচনী প্রচারণা চালাবো।”
তিনি আরও জানান, এখন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের পক্ষে নির্বাচনী মাঠে থাকবেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় অ্যাডভোকেট হেলালের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ হাবিবুর রহমান, অ্যাডভোকেট শাহে আলম, অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুমসহ দলের জেলা ও মহানগর পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর এই সরে দাঁড়ানো এবং হাতপাখার প্রার্থীকে সমর্থনের বিষয়টি নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। এই জোটবদ্ধ অবস্থানের ফলে এ আসনে ভোটের লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments