প্রথমবারের মতো বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য বেলা ১টায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উদ্দেশ্যে হোটেল নাজ গার্ডেন থেকে তিনি রওনা দেন।
খুতবা শুরুর কিছুক্ষণ আগে তারেক রহমান মসজিদে প্রবেশ করেন। তার গাড়ি বহর মসজিদ প্রাঙ্গণে পৌছার আগে মসজিদের আশেপাশে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল।
মসজিদ কমিটির অনুরোধে নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, “আল্লাহ একমাত্র সব কিছু দানকারী। আপনারা বগুড়াবাসী আমাকে, আমার পরিবারকে ও দলকে ভালোবাসেন। তার প্রমাণ আপনারা দিয়েছেন। আমার জন্য দোয়া করবেন। জাতির কল্যাণে আগামী দিনে কাজ করে দেশকে যেন নতুন ভাবে সাজাতে পারি”।
নামাজ শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মুফতি মনোয়ার হোসেন।
এ সময় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিগত ২০০৪ সালে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের উদ্যোগে বগুড়া শহরের প্রাণকেন্দ্রে এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। শুক্রবার প্রথমবারের মতো তিনি বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
এর আগে শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।




Comments