জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, লন্ডন থেকে এসে জামায়াতকে ‘গুপ্ত শক্তি’ আখ্যা দেওয়া ব্যক্তিকে আবারও লন্ডন পাঠাতে হবে। তিনি বলেন, এটি হবে জনগণের ভোটের মাধ্যমেই—দিল্লি বা পিন্ডি নয়। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, “লন্ডন থেকে পলাতক এক মুফতি এসে জামায়াতকে গুপ্ত বলছেন। অথচ তিনিই ১৭ বছর ধরে গুপ্ত ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা ও শাপলা কলিসহ ১১ দলীয় জোটের প্রতীকে ভোট দিয়ে জনগণই তাকে আবার লন্ডন পাঠানোর ব্যবস্থা করবে।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজরা জানে না এই দেশের মানুষ কতটা শক্তিশালী। ওই মুফতি বুঝে না—বাংলার জনগণ একবার ক্ষেপে গেলে শেখ হাসিনার মতো অনেককেই পালাতে বাধ্য হতে হয়।”
জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, জামায়াতের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
মানবকণ্ঠ/আরআই




Comments