Image description

সব মায়েদের একই স্বভাব

সন্তানের বেলায়,

চোখ দিয়ে জল গড়াবেই

সন্তানের হেলায়।

 

নিজের ক্ষুধার কথা ভুলে

সন্তানের খানা,

তৈরি করবে অসুখ নিয়েই

না শুনে মানা।

 

নিজের কষ্ট লুকিয়ে রেখে

মুখে রাখে হাসি,

সেরা খাবার সন্তান খাবে

নিজে খাবে বাসি।

 

বাবা, ‘আজ শরীর খারাপ’

বলে না তো, মা,

মায়ের গোপন ভালবাসার

হয় না তুলনা।

 

আমরা অধম বুঝি যখন

দেরি হয়ে যায়,

‘মায়ের ভালবাসা’-কথাটা

অতুলনীয় দায়।