Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ও হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই হাজারের বেশি পুলিশ সদস্যের পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র‍্যাব মোতায়ন করা হয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও স্কাউট সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), র‍্যাব ও বিজিবির প্রতিনিধি সভা শেষে এই তথ্য জানান আরএমপি কমিশনার আবু সুফিয়ান। তিনি বলেন, “ভোটগ্রহণ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত আমরা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখব। বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গা ও কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।”

কমিশনার আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আশপাশে কিছু বস্তি এলাকায় মাদকাসক্তদের উপস্থিতি থাকতে পারে, সেগুলোতেও তল্লাশি চালানো হবে। এছাড়া আবাসিক হলে যেন কোনো বহিরাগত অবস্থান না করে, তা নিশ্চিত করতে নজরদারি করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, “আমরা চাই নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু হোক। এজন্য তিন বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় হচ্ছে। হলগুলোতে কোন বহিরাগত না থাকে এবং বিশৃঙ্খলা না হয়, তা নিশ্চিত করতে তল্লাশি কার্যক্রম চলছে।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম বলেন, “নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ টিম মাঠে কাজ করবে। কোনো প্রার্থী বা প্যানেল আচরণবিধি ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

নিরাপত্তা ব্যবস্থার এই কঠোর প্রস্তুতির ফলে রাবির ছাত্র-ছাত্রীদের নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগের সম্ভাবনা আরও নিশ্চিত হয়েছে।