Image description

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চর বিজয়ে বন বিভাগের উদ্যোগে ৪০ হাজার ঝাউ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বন বিভাগের সুফল প্রকল্পের আওতায় এই বনায়ন কার্যক্রম শুরু হয় রবিবার (১৩ অক্টোবর)।

উদ্বোধন করেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। প্রথম ধাপে ৮ হাজার ঝাউ চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান, গঙ্গামতি ও ইকোপার্ক বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

ইতোপূর্বে চর বিজয়ে বন বিভাগের উদ্যোগে রোপণ করা ঝাউ, ধানশী, সুন্দরী, কেওড়া গাছ ও ঘাসের বিস্তৃত আচ্ছাদন ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। বন কর্মকর্তারা আশা করছেন, ধারাবাহিকভাবে এই বনায়ন কার্যক্রম অব্যাহত থাকলে চর বিজয় ভবিষ্যতে একটি প্রাকৃতিক বন ও অতিথি পাখির অভয়াশ্রমে পরিণত হবে।

কর্মসূচির সময় একটি আহত সিগাল পাখি উদ্ধার করা হয়, যা পরবর্তীতে নিবিড় পরিচর্যার জন্য ‘অ্যানিমেল লাভার্স পটুয়াখালী’-এর সদস্য বায়েজিদ মুন্সীর তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়।