Image description

২০২৫–২৬ অর্থবছরের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০ জন শিক্ষক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান পেয়েছেন। এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট ১১ টি গবেষণা প্রকল্পের জন্য প্রায় ৩৬ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
 
সোমবার (২০ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত থেকে এই অনুদান প্রদান করা হবে। 
 
বিজ্ঞপ্তিতে ৬৬২টি গবেষণা প্রকল্পের তালিকা প্রকাশ করা হয়েছে, যা এবারের সবচেয়ে বড় সরকারি গবেষণা অনুদান হিসেবে বিবেচিত।
 
অনুদান প্রাপ্ত শিক্ষকরা হলেন; বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক আহমাদ,সহকারী অধ্যাপক শাহিন মাহমুদ,প্রফেসর ড. মো. মাসুদার রহমান, সহকারী অধ্যাপক রোকসানা খানম, সহযোগী অধ্যাপক ড. আবু জাফর শিবলী,ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রোকেয়া বেগম, অধ্যাপক ড. মো. আজিজুল হক,টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন,সহকারী অধ্যাপক আল ইমরান হোসঈন,এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হক,সহযোগী অধ্যাপক ড. তন্ময় রায় তুষার, সহযোগী অধ্যাপক নওয়ারা তামান্না মেঘলা।

এছাড়াও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক ফাহিম আলম নবেল, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, প্রভাষক মোহাম্মদ কামরুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. মো. আছাদুজ্জামান সিকদার, সহকারী অধ্যাপক মেরিনা খাতুন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ ও সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন ।

এই বিষয় মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজীম আখন্দ বলেন, এই ধরনের গবেষণা অনুদান আমাদের গবেষণা কাজকে তরান্বিত করবে। এইভাবে একটা গবেষণা প্রজন্ম গড়ে উঠুক,তাদের প্রচেষ্টায় দেশের উন্নয়ন হোক।এই ধরনের গবেষণা অনুদান আমাদের গবেষণা কাজকে উৎসাহিত করে। গবেষণা মাধ্যম আমাদের বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যাচ্ছে। এইবার আমরা টাইমস হায়ার র‍্যাংকিং এ ৭৪৬ তম হয়েছি সেটা আমাদের শিক্ষক, শিক্ষার্থী সবাইকে অনুপ্রেরণা দেয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যমতে, অনুদানপ্রাপ্তদের মধ্যে ৭ জন শিক্ষক পাবেন ৩ লাখ ২৫ হাজার টাকা করে, দুইজন ৩ লাখ ৫০ হাজার টাকা করে, দুইজন ৪ লাখ টাকা করে, একজন ৩ লাখ টাকা, একজন ২ লাখ টাকা এবং একজন ৫ লাখ টাকা করে অনুদান পাবেন।
 
এ বছর মাভাবিপ্রবির শিক্ষকরা যে ১১টি প্রকল্পে অনুদান পেয়েছেন, তার মধ্যে ২টি প্রকল্প বায়োলজিক্যাল সায়েন্স রিসার্চ এরিয়া থেকে, দুটি এনভায়রনমেন্টাল সায়েন্সে এবং একটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সে,পাচঁটি
মেডিক্যাল সায়েন্স ও একটি পর্দাথ বিজ্ঞান থেকে।

জানা গেছে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৯৭৭–৭৮ অর্থবছর থেকে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক বিশেষ গবেষণা অনুদান দিয়ে আসছে। প্রতি বছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনারি গ্রুপসহ ছয়টি গ্রুপে এই অনুদান দেওয়া হয়।
 
এই অনুদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী এবং গবেষকরা এমএস, এমফিল, পিএইচডি ও পোস্ট–ডক্টরাল পর্যায়ে গবেষণার সুযোগ পান। এর লক্ষ্য হলো বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চশিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করা।
 
ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ন্যানোটেকনোলজি, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, খাদ্য ও কৃষিবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে প্রতিবছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন আহ্বান করা হয়। সাধারণত এপ্রিল-মে মাসে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।