আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে ৮ ডিসেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে উন্মুক্ত লাইব্রেরি ব্যাবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত লাইব্রেরি ব্যাবহারকারীদের ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলতে হবে।একইসঙ্গে তাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বিধিমালা মেনে চলতে হবে।
এতে আরো বলা হয়, কেউ কোন বিধি ভঙ্গ করলে বা আইন শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ করলে তার বিরুদ্ধে লাইব্রেরি ব্যাবহারের অনুমতি বাতিল সহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৯ ডিসেম্বর থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকবে।




Comments