Image description

৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময়সীমা বৃদ্ধির দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা মহাসড়কটি অবরোধ করে। এ সময় প্রায় ১ ঘন্টা যাবৎ অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়। 

আন্দোলনকারীরা বলেন, মাত্র ৬০ দিনের মধ্যে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস সম্পন্ন করে পরীক্ষা দেওয়া অসম্ভব। তারা আরও দাবি করেন, বিসিএস পরীক্ষায় দুই ধরনের পরীক্ষার্থী অংশ নেন—একদল অভিজ্ঞ, যারা পূর্বে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন; অন্যদল নতুন, যারা প্রথমবারের মতো প্রিলিমিনারি পাশ করে লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন।

তাদের অভিযোগ, অভিজ্ঞ পরীক্ষার্থীরা অল্প সময়ে তুলনামূলকভাবে প্রস্তুতি নিতে পারলেও নতুনদের পক্ষে তা সম্ভব নয়। ফলে পিএসসির তড়িঘড়ি করে লিখিত পরীক্ষার রুটিন প্রকাশকে তারা বৈষম্যমূলক বলে দাবি করছেন।

মহাসড়ক অবরোধের কারণে পটুয়াখালীর কলাপাড়ার আব্দুর রহিম হাওলাদার ঢাকায় যাওয়ার পথে আটকে পড়েন। তার মেয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমাদের অপরাধ কী? আমাদের আটকে রেখে কী লাভ? আমার মেয়ে বারবার ফোন দিচ্ছে। আমাকে না দেখে সে অপারেশন থিয়েটারে ঢুকবে না।”