গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর আদর্শপাড়া এলাকায় অবস্থিত বাইতুস সালাত জামে মসজিদের ইমামকে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
আটককৃত হলেন, মাওলানা ইউসুফ আলী সিরাজী।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা রুজু করেন। আটক ইমামকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) যোবায়ের আহমেদ বলেন, আটক ওই ইমামকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




Comments