Image description

দেশের চলমান পরিস্থিতি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট অস্থিরতা ও আতঙ্কের জেরে রোববার দেশের বেশিরভাগ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

সাম্প্রতিক ভূমিকম্পের আতঙ্ক এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ ও উত্তেজনার ঘটনাগুলোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো এই সিদ্ধান্ত নিয়েছে।

ভূমিকম্পের আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৫ দিনের ছুটি ঘোষণা করে এবং হল খালি করার নির্দেশ দেয়। এছাড়াও, বিভিন্ন জেলার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাময়িক ছুটি ও হল বন্ধের ঘোষণা এসেছে।

অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ছুটি বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।  পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত মেডিকেল কলেজটি বন্ধ থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।