Image description

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হবে।

বুধবার (৩ ডিসেম্বর) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা আবেদনের জন্য মোট ১৫ দিন সময় পাবেন। আগামী ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। শিগগিরই ভর্তিসংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২৭ মার্চ শুরু হয়ে শেষ হবে ১০ এপ্রিল।

ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি-

ইউনিট সি (বাণিজ্য): ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ইউনিট বি (মানবিক): ৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ইউনিট এ (বিজ্ঞান): ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং): ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।