Image description

‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর ইউনিটি’। বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮২০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ৬০ জন ছিলেন নারী শিক্ষার্থী। ম্যারাথনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হয়ে বাংলা বাজার ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই পথে দৌড়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র জাহেদুল হক। প্রতিযোগিতা শেষে সেরা ৩০ জন অংশগ্রহণকারীকে মেডেল প্রদান করা হয়।

প্রথম স্থান অধিকারী জাহেদুল হক বলেন, ‘রান ফর ইউনিটি উইথ শিবির’ সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল। পরিচিত মুখগুলোকে পাশে নিয়ে এমন সুস্থ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, এতে প্রথম হতে পেরেছি।’

অংশ নেওয়া এক নারী শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন, নতুন হওয়ায় সকালের ক্যাম্পাস সেভাবে দেখা হয়নি। আজ একই পোশাকে সবার সঙ্গে দৌড়াতে পেরে দারুণ লেগেছে। আপুদের সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে মেডেল পাওয়াটা আমার জন্য বিশেষ অনুভূতি।

নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘একটি আদর্শিক ছাত্রসংগঠন হিসেবে আমরা সবসময় ছাত্রসমাজের কল্যাণে কাজ করছি। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে আমরা বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করি। আজকের এই আয়োজনও তারই অংশ।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের এই বার্তা দিতে চাই যে, দিনের শুরু হোক কর্মচাঞ্চল্যের মাধ্যমে। যুবসমাজকে সাংস্কৃতিক আগ্রাসন থেকে রক্ষা করতে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বন্ধন শক্তিশালী করা জরুরি।’