বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনে আর্থিক লেনদেনের যে অভিযোগ উঠেছে, তা ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন নবগঠিত কমিটির নেতারা। একই সঙ্গে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম এম মুসাকে জড়িয়ে করা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন তারা।
শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শাখা ছাত্রদলের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. তুহিন রানা। তিনি বলেন, ইমরান নামের বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী একটি বিশেষ গোষ্ঠীর প্ররোচনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা ও মানহানিকর অভিযোগ তুলেছেন। কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা সততা, নিষ্ঠা ও দলীয় আনুগত্যের সঙ্গেই দায়িত্ব পালন করেছেন। এখানে কোনো আর্থিক লেনদেন হয়নি।’
লিখিত বক্তব্যে তুহিন রানা আরও বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে ইমরানকে তার মিথ্যা অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বেরোবি ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় নিবেদিত হয়ে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন, সাধারণ সম্পাদক জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক সজিব গাজীসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী ইমরান হোসেন এক সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ করেন।
তিনি দাবি করেন, ২০ লাখ টাকার বিনিময়ে বেরোবি ছাত্রদলের এই নতুন কমিটি গঠন করা হয়েছে। এমনকি পদ দেওয়ার কথা বলে তার কাছ থেকে ২ লাখ টাকা নেওয়া হয়েছে এবং পরবর্তীতে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়েছিল।




Comments