রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বহুল কাঙ্ক্ষিত প্রথম সমাবর্তন অনুষ্ঠান আবারও স্থগিত করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবর্তন আয়োজক কমিটির এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্থাপিত বিভিন্ন দাবি যার মধ্যে রেজিস্ট্রেশন ফি কমানো ও রেজিস্ট্রেশনের সময়সীমা পরিবর্তন অন্যতম বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতিও এই স্থগিতাদেশের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরবর্তীতে সুবিধাজনক সময়ে প্রথম সমাবর্তনের নতুন তারিখ নির্ধারণ করে তা জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে সমাবর্তন সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পর্কেও পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন নিয়ে বারবার তারিখ পরিবর্তনের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রথমে এটি নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এরপর পুনরায় তারিখ পরিবর্তন করে আগামী ১৭ জানুয়ারি ধার্য করা হয়েছিল। সর্বশেষ সোমবারের ঘোষণার মাধ্যমে সেই তারিখও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।




Comments