রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসা থেকে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসার সাত তলা থেকে তাদের দু’জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
লায়লা আফরোজের স্বামী এ জেড আজিজুল ইসলাম উত্তরা সানবিম স্কুলের শিক্ষক। নাফিসা তাদের দম্পতির মেয়ে। তারা ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় বাসার গৃহপরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। আমরা ঘটনাটি নিয়ে কাজ করছি।’
পুলিশ জানায়, গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হয়ে যান। এরপর দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেওয়ার পর মারা যায়।




Comments