জকসু নির্বাচন
প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত পুর্নবিবেচনরা দাবি জানিয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল।
রোববার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান প্যানেলের জিএস পদপ্রার্থী খাদিজাতুল কুবরা।
তিনি বলেন, নির্বাচন কমিশন সম্প্রতি ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের তিন প্রার্থী বাতিল করেছে একজন সম্পাদক এবং দুইজন কার্যনির্বাহী সদস্য। এর পাশাপাশি অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরও প্রার্থীতা বাতিল হয়েছে। তবে কমিশন এখন পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।
তিনি আরও বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাগত সনদের পাশাপাশি পরিচিত নাম ব্যবহার করার সুযোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সীমিত রাখা হয়েছে, যা ভোটারদের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
প্যানেলের দাবি, অবিলম্বে বাতিলকৃত প্রার্থীদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক, কারণ জনসমক্ষে প্রকাশ করা হোক এবং সকল প্রার্থী ও প্যানেলের প্রতি সমান, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করা হোক।
এ সময় প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব, এ জিএস পদপ্রার্থী বিএম আতিকুর রহমান তানজিলসহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।




Comments