Image description

সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা আগামী বৃহস্পতিবারের মধ্যে চূড়ান্ত করবে বিএনপি। বুধ ও বৃহস্পতিবার শরিক দল এবং জোটের সঙ্গে আলাদা বৈঠক করে আসনের বিষয়ে নিষ্পত্তি টানবে দলটি। বিএনপির তরফে সমমনা দলের নেতাদের এমন বার্তাই দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমমনা দলকে বেশ কিছু আসনে ছাড় দেবে বিএনপি। তবে কত আসনে ছাড় দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে তা নির্ধারণ হবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের সহযোগীদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে- এমন বার্তাও সমমনা নেতাদের দেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের ২৯ রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী এবং সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বিবেচনায় নিয়ে শরিকদের মধ্যে বিজয়ী হওয়ার মতো যোগ্য প্রার্থীর জন্য আসন ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। আসন ছাড়লেই হবে না, তাদের জিতিয়েও আনতে হবে। এ ক্ষেত্রে জোটের বড় বা জ্যেষ্ঠ নেতা, তবে ভোটের মাঠে যাদের জয়ী হওয়ার সম্ভাবনা কম– এমন নেতাদের সরকার গঠন করলে তাদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যথাযথ স্থান দেওয়া হবে।

সমমনাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে আগামী বুধ ও বৃহস্পতিবার শরিকদের আসন চূড়ান্ত, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠনসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন ছাড়ের বিষয়ে সভায় ইতিবাচক মনোভাব দেখিয়েছে বিএনপি। তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও সমমনাদের জানিয়েছে। এ ক্ষেত্রে তারা দল ও জোটের সঙ্গে আলাদা বৈঠকের মাধ্যমে আসন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের সিদ্ধান্ত নিয়েছে।