Image description

রাজধানীর বিজয় নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তাঁর সুস্থতার দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় এবং বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মানববন্ধনে ইউটিএলের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. বিলাল হোসাইন বলেন, আমরা জানি শরীফ ওসমান হাদী এ দেশের মানুষের কণ্ঠস্বর। হাদী স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলার শক্তি। হাদী আঠারো কোটি মানুষের কণ্ঠস্বর। আজ যারা হাদীকে গুলি করেছে, কেন করেছে, তা দেশের মানুষ জানে। গত পনেরো বছর আমরা রাজনৈতিক ফ্যাসিবাদ দেখেছি। যারা রাজনৈতিক ফ্যাসিবাদের শীর্ষে ছিলেন, তারা সীমানা পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে। কিন্তু যারা সাংস্কৃতিক ফ্যাসিবাদের সাথে যুক্ত, সেই গোষ্ঠী এখনও বাংলাদেশে বিরাজমান। শরীফ ওসমান হাদী সেই সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, "আমরা দেখি অন্য প্রার্থীরা যেখানে টাকা-পয়সা পকেটে নিয়ে নির্বাচনী মাঠে নামে, সেখানে ওসমান হাদী যখন নির্বাচনী প্রচারণায় নামেন, তখন মানুষ তার জন্য টাকা দিয়েছে। এটা ভালোবাসার টাকা, কোনো জোরজুলুমের টাকা নয়। আজ আঠারো কোটি মানুষ ওসমান হাদীর জন্য কাঁদছে কারণ তিনি তাদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। শরীফ ওসমান হাদী এ দেশের কৃষকের, শ্রমিকের, শিক্ষক-শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। আজ যারা হাদীর কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে, যারা প্রকাশ্যে গুলি করেছে, আজ পর্যন্ত তাদের পরিচয় আমরা জানতে পারিনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের কোনো ধরনের টালবাহানা না করে গ্রেফতার করতে হবে। খুনিরা কোথায় পালিয়েছে, তা বলে কোনো লাভ নেই। খুনিরা যেখানেই থাকুক, তাদের ধরা উচিত।

মানববন্ধনে ইউটিএলের জবি চ্যাপ্টারের সদস্য সচিব অধ্যাপক ড. আসাদুজ্জামান সাদী বলেন, ওসমান হাদীকে শেষ করা যাবে না। আমরা বিশ্বাস করি, প্রতিটি ঘরে ঘরে আবার হাদী জন্মাবে এবং সেই সঙ্গে জুলাই বিপ্লবের যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে, তা বাস্তবায়িত হবে। আমরা প্রকৃত স্বাধীনতার যে চাওয়া, তা বাস্তবায়ন করব। আমরা চাই আমাদের হাদী সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক।

মানববন্ধন শেষে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হাদীর সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন, ইউটিএলের জবি চ্যাপ্টারের আহ্বায়ক আবু লায়েকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।