Image description

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, ‘জেলায় কোনো ধরনের মব সৃষ্টি বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ডাকাতি, খুন, সন্ত্রাস ও চাঁদাবাজ সে যেই হোক, তাদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।’

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে এসপি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিক, পুলিশ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয়ে আমরা নিরলসভাবে কাজ করে যাব।’

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, সীমান্তকেন্দ্রিক অপরাধ, বিশেষ করে মাদক ও স্বর্ণ চোরাচালান রোধে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া জেলায় সক্রিয় ডাকাতদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের দ্রুত গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ এবং ছিনতাই-ডাকাতির মতো অপরাধ দমনে পুলিশের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

উত্তরে পুলিশ সুপার বলেন, ‘সমাজকে ভালো রাখার জন্য পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাংবাদিকরা সবসময় পুলিশের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। রাষ্ট্রের ইতিবাচক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে আপনারা অনন্য ভূমিকা রাখেন।’ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, পুলিশ পরিদর্শক আতিকুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।