Image description

মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খা নদী থেকে হনুফা বেগম (৪০) নামের এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হনুফা বেগম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আনোয়ার বেপারীর স্ত্রী। তার বাবার নাম আহমেদ বেপারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আড়িয়াল খা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সদর মডেল থানায় খবর দেন। পরে থানা পুলিশ বিষয়টি শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়িকে জানায়। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে স্বজনরা এসে মরদেহটি হনুফা বেগমের বলে শনাক্ত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে পারিবারিক কলহের জেরে হনুফা বেগম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। বিকেলে নদীতে মরদেহ পাওয়ার খবর শোনেন তারা।

এ বিষয়ে শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”