হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে নগরীতে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা হামলার পেছনের মাস্টারমাইন্ডদের চিহ্নিত করার আহ্বান জানান।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর সাবেক সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলমের সভাপতিত্বে এবং আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক খান মোহাম্মদ আমিনুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
বক্তব্যে জাহিদুল করিম কচি বলেন, ‘হাদির ওপর ন্যাক্কারজনক হামলার পেছনে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে নাম প্রকাশ করতে হবে। অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের শীর্ষ ক্যাডার কীভাবে জামিনে বেরিয়ে আসে এবং সেই জামিন প্রক্রিয়ার সঙ্গে কারা জড়িত, তা জাতির সামনে স্পষ্ট করা জরুরি।’ তিনি অভিযোগ করে বলেন, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশে এসব অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি মো. শাহনেওয়াজ বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আসন্ন নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র। সরকার জুলাই আন্দোলনের নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সরকার যদি আগে থেকেই এসব নেতার নিরাপত্তা নিশ্চিতে সতর্ক থাকত, তবে হাদিকে আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পড়তে হতো না।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন রাজনীতিক ও সংগঠক আলমগীর নূর, প্রকৌশলী রাশেদ আলম, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সাংবাদিক মুহাম্মদ আজাদ, প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রকৌশলী রাশেদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।




Comments