Image description

মানিকগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ দুটি স্থানে মাত্র ১০ মিনিটের ব্যবধানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলা পরিষদ এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শহরজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার ব্যস্ত সময়ে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে জেলা পরিষদ এলাকা। এর ঠিক ১০ মিনিট পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। পরপর দুটি বিস্ফোরণের শব্দে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ নিরাপত্তার জন্য দিগ্বিদিক ছুটতে শুরু করে এবং ভয়ে শহরের অধিকাংশ দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় স্থান থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এগুলো ককটেল বিস্ফোরণ। কে বা কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।